বয়স্ক ভাতা ১০০ টাকা ও বিধবা ভাতা বাড়ছে ৫০ টাকা

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতাভোগীদের জন্য মাসিক বরাদ্দ ১০০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী; পাশাপাশি বিধবা নারীদের ভাতাও ৫০ টাকা বাড়ানোর প্রস্তাব এসেছে। ২০২৩২৪ অর্থবছরের বাজেটে ঘোষিত প্রস্তাব অনুযায়ী, ১০০ টাকা বাড়লে বয়স্কভাতা দাঁড়াবে ৬০০ টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর জন্য মাসিক বরাদ্দ দাঁড়াবে ৫৫০ টাকায়। খবর বিডিনিউজের। বাজেট বক্তৃতায় তিনি বলেন, আমাদের সরকারের মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য এবং বর্তমান আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমকে যৌক্তিকভাবে সাজিয়েছি। আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে কিছু কিছু ক্ষেত্রে উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার পরিবর্তন করা হয়েছে।

বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতাভোগীর সংখ্যা ২৪ লাখ ৭৫ হাজার থেকে ২৫ লাখ ৭৫ হাজার জনে উন্নীত করার প্রস্তাবও করেন অর্থমন্ত্রী। সেইসঙ্গে এই নারীদের প্রতি মাসের ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা করার প্রস্তাব করেছেন। এছাড়া প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৩ লাখ ৬৫ হাজার থেকে বাড়িয়ে ২৯ লাখ করার প্রস্তাব করেছেন মন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধসর্বজনীন পেনশন নতুন অর্থবছরেই
পরবর্তী নিবন্ধবাড়ছে ঘোরাঘুরির খরচ