বড়হাতিয়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়হাতিয়া স্টুডেন্টস ফোরামের সভাপতি সাংবাদিক ফখরুল ইসলাম সাঈদী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডি জুনাইদ চৌধুরী, ব্যারিস্টার সাইদুল হক ইমরান, শাহ আলম, দেলোয়ার হোসাইন ইমন, আবুল হাশেম, ছরওয়ার কামাল, এডভোকেট নওশাদ আলী, এডভোকেট জমিরউদ্দীন, মঈনুদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বড়হাতিয়া স্টুডেন্টস ফোরামের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে মোট ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












