নগরীর হালিশহরের বড়পুল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তিন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-৭। আটককৃতরা হলেন, ওই এলাকার মো. সাইফুল ইসলাম (২৮), নতুনপাড়ার মো. হুমায়ুন কবির (২৭) ও নিউমুরিং আবাসিক এলাকার মো. হাসান মুরাদ রণি (২৭)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহ্মুদুল হাসান মামুন বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পদ-পদবী এবং আইনশৃংখলা রক্ষা বাহিনীর কথা বলে ওই এলাকায় আনন্দবাজারগামী বিভিন্ন গাড়ি থেকে চাঁদা আদায় করা হয়। খবর পেয়ে দুপুর সোয়া ২টায় সেখানে অভিযান চালানো হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছে।