বড়দের বিশ্বকাপ জেতাই এখন স্বপ্ন তানজিদ তামিমের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

তানজিদ হাসান তামিম এরই মধ্যে বিশ্বকাপ জিতে ফেলেছেন। তবে সেটি যুবাদের বিশ্বকাপ। ২০২০ সালে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই তামিম। যাকে বলা হচ্ছে ছোট তামিম। এবারের এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন এই তামিম। তাও তামিম ইকবালের জায়গায়। দুই তামিমই ওপেনার। তাও আবার বাঁহাতি। তাই অনেকেই এই তামিমের মধ্যে সিনিয়র তামিমের ছায়া দেখতে পাচ্ছেন। দু’জনের ব্যাটিং স্টাইলও প্রায় একই। কোন বোলারকেই যেন সমীহ করার পাত্র নন এই তামিম। তাইতো গতকাল সংবাদ সম্মেলনে এই তরুণ বললেন আন্তর্জাতিক মঞ্চেও তারকা বোলারদের সামলানো নিয়ে ভয় নেই তার। সে সাথে জানিয়ে দিলেণ নিজের স্বপ্নের কথাও। আর তা হচ্ছে বড়দের বিশ্বকাপ জেতা।

বাংলাদেশের ২০২০ যুব বিশ্বকাপ জয়ের অভিযানে ১০১.২১ স্ট্রাইক রেটে ১৬৬ রান করেন তানজিদ। ওই বিশ্বকাপের পর ধারাবাহিকতার অভাবে কিছুটা আড়ালে পড়ে যান তিনি। তবে এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে ৪৭৪ রান করে আবার ফিরেন মূল স্রোতে। গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে করেন ১৭৯ রান। আর সেই পারফরম্যান্সের কারণে তার সামনে খুলে যায় জাতীয় দলের দুয়ার। জায়গা পেয়ে যান এশিয়া কাপের বাংলাদেশ দলে। বড় হাতছানির সঙ্গে তানজিদের সামনে এখন চ্যালেঞ্জটাও বড়। অনূর্ধ্ব১৯, ঘরোয়া ক্রিকেট কিংবা ইমার্জিং পর্যায়ে তিনি খেলেছেন মূলত আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার অপেক্ষায় থাকা বোলারদের। কিন্তু জাতীয় দলে মূল একাদশে সুযোগ পেলে তাকে মুখোমুখি হতে হবে পরীক্ষিত সব বোলারের।

তবে নিজের ব্যাটিংয়ের উপর দারুন আত্মবিশ্বাসী এই তরুণ। গতকাল সংবাদ সম্মেলনে তানজিদ জানালেন, চ্যালেঞ্জটা তিনি উৎরাতে চান সহজাত ব্যাটিং দিয়েই। আন্তর্জাতিক মঞ্চে যে শক্তিশালী বোলিং মোকাবেলা করতে হবে তা নিয়ে আমি নিয়ে চিন্তা করছি না। কোন বোলার বোলিং করছে এটা নিয়ে আমি কখনও চিন্তিত হই না। আমি সবসময় চেষ্টা করি শুধু বল দেখে খেলার।

আমার সবসময় ভাবনা থাকে ইতিবাচক ক্রিকেট খেলার। অনেকে বলে, আমি অনেক আগ্রাসী ক্রিকেট খেলি। আসলে এমন কিছু নয়। স্বাভাবিক থাকার চেষ্টা করি। আমি নিজের শক্তিমত্তায় বিশ্বাস রাখি এবং সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করি। অনুশীলনের প্রথম দিনই প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের কাছ থেকে সহজাত ব্যাটিংয়ের সিগনালও পেয়ে যান তানজিদ। গত কয়েক দিনে ম্যাচের আদলে অনুশীলনে সেটিই ঝালিয়ে নেন তরুণ বাঁহাতি ওপেনার। জাতীয় দলের অনুশীলনে নির্দিষ্ট কিছু নিয়ে কাজ করা হয়নি বলে জানালেন তানজিদ। দলে আসার পর কোচ আমাকে একটা কথাই বলেছেন, তুমি এত দিন যেভাবে খেলেছ, তোমার সহজাত খেলাটাই খেলবে। তোমার যদি নিজ থেকে সমস্যা থাকে, তাহলে আমার কাছে এসে কথা বলবে। ম্যাচের আদলে অনুশীলনটা বেশ ভালই উপভোগ করছেন তানজিদ। আমি এত দিন যেভাবে ব্যাটিং করেছি সেভাবেই ব্যাটিং করার জন্য টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তাই চেষ্টা করব যখনই সুযোগ পাব দলের জণ্য নিজের সেরাটা দেওয়ার। কারন আমি জানি দলে টিকে থাকতে হলে আমাকে পারফর্ম করতে হবে। যতই কিছু করি সবার মাঝে একটা বড় স্বপ্ন থাকে। আমার কাছে যেমন সে স্বপ্নটা হচ্ছে বিশ্বকাপ জেতা।

পূর্ববর্তী নিবন্ধশোভনীয়ার টানা দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৬৪ কোটি টাকা