বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট অনুষ্ঠান উন্মুক্ত স্থানে নয় : সিএমপি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৫২ পূর্বাহ্ণ

৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ও ২৫ ডিসেম্বর বড়দিনের কোন অনুষ্ঠান উন্মুক্ত স্থানে করা যাবে না বলে সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন হোটেলে এ উপলক্ষে কোন অনুষ্ঠান আয়োজন করার অনুমতি না দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ এ প্রসঙ্গে আজাদীকে জানান, বর্তমান পরিস্থিতিতে জনসমাগম হতে পারে এ ধরনের যে কোন অনুষ্ঠানকে নিরুৎসাহিত করতে কমিশনার স্যার এ সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেন, বড়দিন কিংবা নতুন বছর উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোন আয়োজন করতে চাইলে সে ক্ষেত্রেও সিএমপির অনুমতি নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআক্রান্ত ছাড়াল ২৯ হাজার
পরবর্তী নিবন্ধ৪৭ দখলদার সময় পেল ত্রিশ দিন