৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ও ২৫ ডিসেম্বর বড়দিনের কোন অনুষ্ঠান উন্মুক্ত স্থানে করা যাবে না বলে সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন হোটেলে এ উপলক্ষে কোন অনুষ্ঠান আয়োজন করার অনুমতি না দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ এ প্রসঙ্গে আজাদীকে জানান, বর্তমান পরিস্থিতিতে জনসমাগম হতে পারে এ ধরনের যে কোন অনুষ্ঠানকে নিরুৎসাহিত করতে কমিশনার স্যার এ সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেন, বড়দিন কিংবা নতুন বছর উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোন আয়োজন করতে চাইলে সে ক্ষেত্রেও সিএমপির অনুমতি নিতে হবে।