ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস নতুন করে দিন শুরু করেছেন।
৮৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৮২ রানে ব্যাট করছে বাংলাদেশ। ১৩৭ রানে লিটন ও মুশফিক ব্যাট করছে ১১৮ রানে।
এর আগে প্রথমদিন ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া, মঙ্গলবার প্রথম ঘন্টার কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে দলকে ভালো শুরু আনুক মুশফিক-লিটন।