চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার ছিলেন একজন অমায়িক, সজ্জন ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। এতবড় আইনজীবী হয়েও তাঁর মধ্যে কখনো অহমিকা ছিল না। যার ফলে মৃত্যুর পরও আজকে আমাদেরকে অকৃপণচিত্তে তাঁকে স্মরণ করতে হচ্ছে। তাঁর কীর্তিগুলো থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করতে পারে। আমরাও যদি অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের মত মানুষদের পথ ধরি তাহলে আমাদেরও সেই ধরনের কীর্তিমান হওয়ার সম্ভাবনা থাকে।
গতকাল বুধবার বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মরহুমের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ স্মরণসভার আয়োজন করে। অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চন্দন দাশ, মো. জিয়া উদ্দিন, আবদুর রশিদ, অশোক কুমার দাশ, জেলা আইনজীবীর সাধারণ সম্পাদক এইচএম জিয়া উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান, অ্যাডভোকেট এম এ নাছের চৌধুরী, চন্দন তালুকদার, হুমায়ুন রশিদ রুবেল, রবিউল আলম, কাজী একতিয়ার উদ্দিন, সুভাষ বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু প্রমুখ।
কোর্ট বিল্ডিং শাহী জামে মসজিদ : অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোর্ট বিল্ডিংস্থ শাহী জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি ও মরহুমের পুত্র খালেদ মাহমুদ, অ্যাড. এম এ নাসের চৌধুরী, মরহুমের নাতি তাহমিদ মাহমুদ, অ্যাড. শাহাদাত হোসেন, অ্যাড. দিদারুল আলম, অ্যাড. রফিকুল আলম চৌধুরী, অ্যাড. আব্দুল মান্নান, অ্যাড. কাজী এখতিয়ার রোমান, অ্যাড. হুমায়ুন রশিদ চৌধুরী রুবেল, অ্যাড. মোহাম্মদ রবিউল আলম, অ্যাড. আরিফুজ্জামান,
অ্যাড. আফতাব, অ্যাড. খাইরুল কবির হিরু, সৈয়দ মুহাম্মদ নুর উদ্দিন, মো. হাসান, হুমায়ুন কবির মাসুদ, সাংবাদিক মহরম হোসাইন, শেখ মহিউদ্দিন বাবু প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে পোমরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী। ইউপি সচিব এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, মোসলেম উদ্দিন মাস্টার, ইউপি সদস্য মো. আখতারুজ্জামান আজাদ, আবদুস সবুর, মো. ইব্রাহীম, আলমগীর তালুকদার রনি, ইকবাল হোসেন, জসিম উদ্দিন, মো. হোসেন, এমরান হোসেন জাকারিয়া, শাহানাজ আকতার, সাকী বড়ুয়া, নুর জাহান বেগম, আবুল মেম্বার, আহমেদ আলী নঈমী, আবদুল মান্নান, সাঈদ মাহমুদ রনি, জামাল উদ্দিন, মহিন উদ্দিন, আসিফুল করিম সাব্বু, মোহাম্মদ আলী, ইউসুফ রাজু, জাহিদুল ইসলাম, জয় রাজ প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবু জাফর আল কাদেরি।