কর্ণফুলী উপজেলার সৈন্যেরটেক এলাকায় অনুমোদনহীনভাবে বোতলজাত করা ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। জনপ্রিয় ব্র্যান্ড ‘রূপচান্দা’ সয়াবিন তেলের মোড়ক নকল করে তেল বাজারজাত করছিল একটি অসাধু চক্র।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্ত দামে লেবু, সবজি ও ফল বিক্রির অপরাধে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় ৪টি মামলা দায়ের করা হয় এবং মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল রোববার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের নির্দেশে কর্ণফুলীর ব্রীজঘাট বাজার এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। অভিযানে সহযোগিতা করেন কর্ণফুলী থানার এসআই ফিরোজ ও তার টিম। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।