ব্রেইন স্ট্রোক রোগীর নতুন জীবন

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

আজাদী ডেস্ক | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রথমবারের মতো সফল থ্রম্বোলাইসিস প্রসিডিউর সম্পন্ন করেছে। এই সাফল্য জানাতে গতকাল মঙ্গলবার হসপিটাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।
ডানদিক সম্পূর্ণ প্যারালাইসিস হওয়া ৪৮ বছরের রোগী শামিমা আক্তারকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এসময় রোগীর কথা বলাতেও সমস্যা হচ্ছিলো। রোগীর স্ট্রোক হয়েছে ধারণা করে ইমার্জেন্সি ইউনিটের অভিজ্ঞ কর্মীরা দ্রুত রোগীর কিছু ব্লাড টেস্ট এবং মাথার সিটি স্ক্যান করান। টেস্ট থেকে থেকে জানা যায়, প্রায় সাড়ে ৩ ঘণ্টা আগে মস্তিষ্কে রক্ত জমাট বাধার কারণে স্ট্রোক হয় ওই রোগীর। সিদ্ধান্ত নেওয়া হয় রোগীর থ্রম্বোলাইসিস প্রসিডিউর করার। এ প্রসিডিউর খুবই সময় সংবেদনশীল যা স্ট্রোকের সাড়ে চার ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হয়। এ প্রসিডিউর রোগীর জন্য আরও জটিল ছিলো কারণ রোগী আগে থেকেই ব্লাড থিনার ওষুধ খেতেন এবং তার মেটালিক হার্ট ভাল্ব ছিলো। কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জের মাঝেও কোনো জটিলতা ছাড়াই থ্রম্বোলাইসিস প্রসিডিউরটি সফলভাবে সম্পন্ন হয়। প্রসিডিউরের পর রোগীকে ২৪ ঘণ্টার জন্য নিউরো আইসিইউতে পর্যবেক্ষণের জন্য রাখা হয়। পরের দিন স্ট্রোক ওয়ার্ডে স্থানান্তরিত করার পর তাকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি দিলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এমনকি তিনি কোনও সহায়তা ছাড়াই স্বাধীনভাবে হাঁটাচলাও করেন। রোগীকে সুস্থ পেয়ে হসপিটাল তাকে রিলিজ করে দেয়। প্রসিডিউরটি নেতৃত্বদানকারী এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নিউরোলজির কনসালটেন্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, থ্রম্বোলাইসিস প্রসিডিউর খুবই সময় সংবেদনশীল। এই প্রসিডিউর স্ট্রোকের সাড়ে চার ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হয়। আমি মনে করি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং সুদক্ষ চিকিৎসকের দলের উপস্থিতি এই প্রসিডিউর সফল হওয়ার মূল কারণ।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নার্সিং ডিরেক্টর অ্যানা পলি বলেন, স্ট্রোকের রোগীদের যত্নের ক্ষেত্রে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম আন্তর্জাতিক মান ও নির্দেশিকা অনুসরণ করে। রোগীদের স্ট্রোকের জটিলতা নিরাময় নিশ্চিতে সর্বোত্তম সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, রোগীদের সর্বোত্তম সেবা দানের লক্ষ্যে আমরা সর্বোত্তম চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ চিকিৎসক দল নিয়ে সর্বদা প্রস্তুত থাকি। থ্রম্বোলাইসিসের মতো জটিল প্রসিডিউর সাফল্যের সাথেই আমরা দ্রুত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি। হসপিটালে চট্টগ্রামের জনগণের জন্য এ ধরনের অভিনব সেবা নিয়ে আসা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধদুবাই থেকে ফিরল হাসি-খুশিতে, বাড়ি আসলো লাশ হয়ে