ব্রুকলিন সেতুতে মেক্সিকোর নৌ জাহাজের ধাক্কা, নিহত ২

| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের নিচের দিকে ধাক্কা দিয়েছে, এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে আর দুইজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। খবর বিডিনিউজের।

স্থানীয় সময় শনিবার রাতে ঘটনার পর ব্রুকলিন ব্রিজ প্রায় ৪০ মিনিটের মতো বন্ধ ছিল, পরে আবার তা খুলে দেওয়া হয়। জাহাজটিতে ২৭৭ জন আরোহী ছিলেন। রোববার ভোররাতে নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস সামাজিক মাধ্যম এক্স এ জানান, গুরুতর আহত চারজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে আর বাকি দুইজনের অবস্থাও সঙ্কটজনক।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের মুখপাত্র সিএনএনকে জানান, পালের জাহাজটি রাত ৮টা ২৬ মিনিটের দিকে সেতুটিতে আঘাত হানে, ঘটনায় আহত অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ পানিতে না পড়ায় কোনো উদ্ধার অভিযান চালানোর প্রয়োজন হয়নি।

সামাজিক মাধ্যম এক্সে স্পেনিশে দেওয়া এক পোস্টে মেক্সিকোর নৌবাহিনী বলেছে, পালের জাহাজ কুয়াউতেমোক বিদায় নিয়ে ফিরে আসার সময় নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটেছে, এতে প্রশিক্ষণ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে আর এতে জাহাজটির চলা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ কর্মী এবং (জাহাজটির) বস্তুগত অবস্থা পর্যালোচনা করে দেখছে আর তারা সহায়তাও দিচ্ছে। জাহাজটির সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে মেয়র অ্যাডামস জানিয়েছেন।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, মোট ২২ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর নিউ ইয়র্ক শহরের বিখ্যাত ব্রুকলিন ব্রিজ প্রায় ৪০ মিনিটের মতো বন্ধ রাখা হয়। প্রাথমিক পরিদর্শনের পর সেটি আবার খুলে দেওয়া হয়েছে বলে অ্যাডামস জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলিতে দেখা গেছে, জাহাজটি সাদা বাতিতে সজ্জিত আর তাতে মেক্সিকোর একটি বড় পতাকা উড়ছে, এগিয়ে যাওয়ার সময় এর মাস্তুলগুলো সেতুর নিচের অংশে বাড়ি খায় আর তাতে এগুলোর কিছু অংশ ভেঙে নিচে ডেকের উপর পড়ে। এরপর জাহাজটি ব্রুকলিন ব্রিজ পার্কের কিনারে চলে আসে, তখন মনে হচ্ছিল এটি পার্কের রেলিং ঘেরা ব্যালকনিতে আঘাত হানবে।

পূর্ববর্তী নিবন্ধভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ কয়েক মিনিটেই ব্যর্থ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বাসের ধাক্কায় দারোয়ান ও পথচারী নিহত