ব্রিটেনের সাথে সামরিক সংলাপ বাতিল করলো ফ্রান্স

অকাস চুক্তির জের

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় এইউকেইউএস (অকাস) নামের পারমাণবিক সাবমেরিন চুক্তি নিয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ফ্রান্সের। এই চুক্তি নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে একটি পূর্বনির্ধারিত সামরিক সংলাপ বাতিল করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। খবর বাংলানিউজের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির জন্য অস্ট্রেলিয়া এইউকেইউএস চুক্তিতে সই করার পর প্যারিস ক্ষুব্ধ হয়। কারণ এই চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে একটি বড় সাবমেরিন ক্রয়চুক্তি থেকে বেরিয়ে আসে দেশটি। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ওই চুক্তি নিয়ে ফ্রান্সের চিন্তার কিছু নেই। কিন্তু এই সপ্তাহে লন্ডনে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে ফ্লোরেন্স পালির্র বৈঠক বাতিল করা হয়েছে। দুই দিনব্যাপী ওই সামরিক আলোচনার সহসভাপতি হওয়ার কথা ছিল ফ্রান্সে থাকা সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড রিকেটসের। তিনি নিশ্চিত করেছেন যে, বৈঠকটি পরবর্তী তারিখের জন্য স্থগিত করা হয়েছে। গত সপ্তাহে সম্পন্ন হওয়া এইউকেইউএস চুক্তিকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবিলার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবরে টিকা রপ্তানি শুরু করবে ভারত
পরবর্তী নিবন্ধকরোনার স্বরূপ সন্ধানে বাদুড়ের নমুনা সংগ্রহ