ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘ট্রাসের পতন হতে পারে বড়দিনের আগেই’

| সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের সাবেক কনজারভেটিভ চ্যান্সেলর জর্জ ওসবর্ন বলেছেন, লিজ ট্রাস বড়দিন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন বলে মনে করেন না তিনি। ব্রিটিশ টিভি চ্যানেল ফোরের অ্যান্ড্রু নীল শো’তে লিজ ট্রাসকে ‘নামমাত্র প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করেছেন ওসবর্ন। এক টুইটে সেই ভিডিও ক্লিপ প্রকাশ করেছে চ্যানেল ফোর। খবর বিডিনিউজের।
ওসবর্নের মতো একই অনুষ্ঠানে সাবেক এক টোরি প্রধানমন্ত্রীও বলেছেন, বর্তমান সংকটে ট্রাস টিকে থাকতে পারবেন বলে তিনি মনে করেন না। যুক্তরাজ্যে সমপ্রতি টালমাটাল বাজার পরিস্থিতিতে তীব্র সমালোচনার চাপে পড়েছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র ৫ সপ্তাহের মধ্যেই তার কর্তৃত্ব এখন ভেঙে পড়ার মুখে।
রাজনৈতিক বিশৃক্সখলা এবং বাজার পরিস্থিতি সামলে ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টায় অর্থমন্ত্রীকে বরখাস্ত করার পাশাপাশি সরকারের কর ছাড় পরিকল্পনা থেকে এর মধ্যে দুইবার সরে এসেছেন ট্রাস। কিন্তু এটুকু পদক্ষেপই তার প্রধানমন্ত্রীত্ব বাঁচাতে যথেষ্ট হবে কিনা সেটি এখনও প্রশ্নসাপেক্ষ। নিজ দলে এরই মধ্যে ট্রসের পদত্যাগের দাবি উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম উইজার্ড আয়োজিত ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন
পরবর্তী নিবন্ধশেখ কামাল কাপ চট্টগ্রাম বিভাগীয় হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ