ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে আপিল করে জয় পেয়েছেন দুই নারীসহ তিন বাংলাদেশি তরুণ। এই তিন জনই ব্রিটেন থেকে সিরিয়ায় পালিয়ে গিয়ে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেন। এখন তারা নাগরিকত্ব ফিরে পাওয়ায় আরেক ব্রিটিশ বাংলাদেশি আইএস বধূ শামীমা বেগমের নাগরিকত্বের মামলা নতুন মোড় নিতে পারে বলে আশা করা হচ্ছে।
আদালতের উদ্বৃতি দিয়ে লন্ডনের সংবাদমাধ্যম মেলডন স্ট্যান্ডার্ড জানিয়েছে, আপিলে নাগরিকত্ব ফিরে পাওয়া তিন ব্রিটিশ বাংলাদেশি সিরিয়ায় পালিয়ে গিয়ে আইএস-এ যোগ দেন। তাদের মধ্যে দুই নারী জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। ২০১৯ সালের নভেম্বরে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় তাদের নাগরিকত্ব বাতিল করে ব্রিটেনের একটি আদালত। অপর পুরুষ ব্রিটিশ বাংলাদেশির ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয় গত বছরের মার্চ মাসে। তবে এদের কারোরই নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
ওই তিন ব্রিটিশ বাংলাদেশি ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাওয়ায় আরেক ব্রিটিশ বাংলাদেশি শামীমা বেগমের ব্রিটেনে ফেরার রাস্তা তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। শামীমার বর্তমান বয়স ২১ বছর হওয়ায় যে যুক্তিতে ওই তিন জন ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই একই সুবিধা শামীমাও পেতে পারেন।
দুই বছর আগে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে শামীমার নাগরিকত্ব বাতিল করেন ব্রিটেনের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। এ প্রসঙ্গে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির লেখক ও শিক্ষাবিদ ড. রেনু লুৎফা বলেন,এখন শামীমার মামলাটি কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।