বাংলাদেশ স্নুকার এন্ড বিলিয়ার্ড ফেডারেশন এবং চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত ব্রিজস্টোন ৭ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ এর ১২ টি খেলা নিষ্পত্তি হয়েছে। খেলায় চিটাগং সিনিয়রস ক্লাব ৩–০ গেমে উত্তরা ক্লাবকে, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ৩–২ গেমে আর এন্ড বি বিলিয়ার্ড সেন্টারকে, কিউ বিলিয়ার্ডস ৩–২ গেমে ক্যালিফোনিয়া পুল এন্ড স্নুকারকে, ঢাকা বোট ক্লাব ৩–২ গেমে স্পোর্টস এক্স বিলিয়ার্ডসকে, র্যাবেন বিলিয়ার্ডস এন্ড গ্যামিং ৩–১ গেমে জিমিস বোওলিংকে, এ্যারেনা বাই কিউ স্পোর্টস একাডেমি ৩–১ গেমে লি রয়েল স্পোর্টস লিমিটেডকে, নারায়ণগঞ্জ ক্লাব লিঃ ৩–১ গেমে বাংলাদেশ ক্লাব লিঃকে, ঢাকা ক্লাব ৩–০ গেমে কুমিল্লা ক্লাব লিঃকে, বনানী ক্লাব ৩– গেমে কিউ এন্ড ইউ বিলিয়ার্ডকে, চিটাগাং ক্লাব লিঃ ৩–১ গেমে গুলশান ক্লাব লিঃকে, চিটাগাং ক্লাব লিঃ ৩–২ গেমে ক্যাথলিক ক্লাব চট্টগ্রামকে, কুমিল্লা সিটি ক্লাব৩–০ গেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোনকে পরাজিত করে ।