ব্রিজ থেকে পড়ে নিখোঁজ, দুদিন পর বাঁকখালীতে ভেসে উঠল লাশ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের মাঝিরঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মোহাম্মদ ইলিয়াছ (২৮) নামে ওই যুবক দুদিন আগে নতুন খুরুশকুল ব্রিজ থেকে বাঁকখালী নদীতে পড়ে নিখোঁজ হয়।

নিহত ইলিয়াছ খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের নুর মোহাম্মদের ছেলে। তিনি আশ্রয়ণ প্রকল্পের উন্নয়ন কাজে দিনমজুর শ্রমিক হিসাবে নিয়োজিত ছিলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহেনা আকতার পাখি জানান, গত ৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ইলিয়াছসহ আরো ৪/৫ জন বন্ধু খুরুশকুল নতুন ব্রিজে আড্ডা দিচ্ছিল। এ সময় আকস্মিকভাবে ব্রিজ থেকে পড়ে যায় ইলিয়াছ। দুইদিন ধরে অনেক খোঁজাখুঁজির পর বুধবার (গতকাল) সকালে বাঁকখালী নদীর মাঝিরঘাট পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রাকিবুজ্জামান জানান, বাঁকখালী নদী থেকে উদ্ধার ইলিয়াছ নামের এক যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার রাতে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাঁতার না জানায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধমুদি দোকানে বাজার করতে গিয়ে ধর্ষণের শিকার শিশু
পরবর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাডভ্যান খাদে, চালক নিহত