ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার আরও ৭

হেফাজত তাণ্ডব

| রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় জড়িত সন্দেহে আরও সাতজনকে গ্রেপ্তার করার খবর দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলার পুলিশ সুপার আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের। শনিবার সকালে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া সাতজন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। তাদের তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে শনাক্ত করা হচ্ছে। ওই ঘটনায় দায়ের করা মোট ৫৪ মামলায় এখন পর্যন্ত মোট ২৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫৪টি মামলার মধ্যে সদর থানায় হয়েছে ৪৯টি। তাছাড়া আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুইটি মামলা হয়েছে। এসব মামলার এজহারে ৪১৪ আসামির নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাতনামা আসামি অন্তত ৩৫ হাজার বলে উল্লেখ করা হযেছে। আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা