চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়ন এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাবের খেলায় কেউ জেতেনি। ১–১ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে দু’দল। গতকাল ছুটির দিনে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্রাদার্স–কোয়ালিটি আক্রমণ প্রতি আক্রমণ করে খেললেও গোল করার ক্ষেত্রে মুনশিয়ানা দেখাতে পারেনি কোন দলই। ফলে ড্রতেই শেষ হয় খেলাটি। এ নিয়ে ব্রাদার্স ইউনিয়ন ৬ খেলা শেষে ৯ পয়েন্ট এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাবও সমান খেলায় সমান পয়েন্ট পেয়েছে। ব্রাদার্স তাদের শেষ তিনটি খেলায় টানা ড্র করেছে। কোয়ালিটি তাদের শেষ দুটি খেলাতেও ড্র করে।
খেলার প্রথমার্ধে আক্রমন প্রতি আক্রমণে দু’দল মন দিলেও যুতসই গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি কেউই। ৩১ মিনিটে প্রথম এগিয়ে যায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব। সতীর্থের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন দলের শাকিল আলী। এরপর রক্ষণভাগ এবং কিপারকে পরাভূত করে বেশ কাছ থেকে বল জালে জড়িয়ে দেন (১–০)। এ গোলের পর ব্রাদার্স কিছুটা আক্রমণে উঠার চেষ্টা করে। তা থেকে কর্ণার লাভ করে তারা এ অর্ধের শেষ দিকে। কিন্তু দলের সুজনের হেড বাইরে চলে যায়। বঞ্চিত হয় ব্রাদার্স ইউনিয়ন। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব। দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে সুযোগ পায় দলের শাকিল আলী। বল নিয়ে এগিয়ে যান তিনি। কিন্তু তাকে বাধা দেন ব্রাদার্সের রক্ষণভাগ। বল চলে যায় দলের অপর খেলোয়াড় কমল নকরেকের কাছে। কমল লক্ষ্যভেদ করতে পারেননি। কর্ণার হয়ে যায়। কোয়ালিটির জয়ের কথাই যখন ভাবা হচ্ছিল খেলার ৮২ মিনিটে ফিরে দাঁড়ায় ব্রাদার্স। গোল শোধ করে দেয় তারা। রুম্মান থেকে বল পেয়ে বাম দিক থেকে কোনাকুনি শটে গোল করেন বদলী সুমন রহমান (১–১)। তবে খেলার ইনজুরি টাইমে কোয়ালিটি আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ডান প্রান্ত দিয়ে ব্রাদার্স বক্সে ঢুকে পড়েন দলের কমল নকরেক। কিন্তু বার উঁচিয়ে মেরে তিনি সুযোগ নষ্ট করেন। বাকি সময় আর গোল না হলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে।
গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের সুমন রহমান। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ জিয়াউদ্দীন সোহেল।
প্রিমিয়ার ফুটবল লিগে আজ শনিবার বিকাল ৩টায় শতদল এবং কিষোয়ান স্পোর্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।