ব্রাজিলকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৮:১৩ পূর্বাহ্ণ

দারুণ লড়াই করেও সেমিফাইনালে পর্তুগালের কাছে হেরেছে অনূর্ধ্ব১৭ বিশ্বকাপের ফাইনালে ওঠা হলো না ব্রাজিলের। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৬৫ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির মুখোমুখি হবে ব্রাজিলের যুবারা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিতে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ফাইনালে ওঠার লড়াই গড়ায় টাইব্রেকারে। দুই দলই পাঁচটা করে শট নিয়ে সবগুলোতে গোল করে। পরে ম্যাচ গড়ায় ‘অলটারনেটিভ সাডেন ডেথে।’ সেখানে রোমারিও কুনিয়া ঠেকিয়ে দেন ব্রাজিলের একটি শট। আর ষষ্ঠ শটে গোল করে ফাইনাল নিশ্চিত করে পর্তুগীজরা। ফাইনালে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।

পূর্ববর্তী নিবন্ধসাগরিকায় নির্মিতব্য বিশেষায়িত হাসপাতালের অগ্রগতি নিয়ে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফুটবল কোচে’স এসো’র নির্বাচন ২১ ডিসেম্বর