আজ শুক্রবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে লড়তে হবে ক্রোয়েশিয়াকে। লড়াইয়ের আগে ব্রাজিলের প্রতি সমীহ ঝরেছে ক্রোট অধিনায়ক লুকা মদ্রিচের কণ্ঠে। সংবাদ সম্মেলনে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয় রিয়াল মাদ্রিদ তারকাকে। ৩৭ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে আমাদের অনেক সমস্যা নিয়ে লড়াই করতে হবে। ব্রাজিল ফেভারিট দল। তবে ক্রোয়েশিয়াকে জিতে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের আরও ভালো খেলতে হবে।’
শেষ ষোলোর লড়াইয়ে জাপানের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে টাইব্রেকারে জিতেছে ক্রোয়েশিয়া। তবে ব্রাজিলের বিপক্ষে যে লড়াইটা আরও কঠিন হবে তা বলেই দেওয়া যায়। মদ্রিচ তা উপলব্ধি করে বলেছেন, ‘আমরা আরও ম্যাচ জিততে চাই। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি আমাদের জন্য অপেক্ষা করছে।
ব্রাজিল সবসময়ের জন্য ফেভারিট দল। আমরা আমাদের মতো চেষ্টা করবো। যা আমরা প্রতিটি ম্যাচে চেষ্টা করে যাচ্ছি। সেরাটা খেলছি।’ রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের সঙ্গে একই সঙ্গে খেলে থাকেন মদ্রিচ। আগেই ভিনিসিয়ুস তার খেলার প্রশংসা করেছেন।
তা মনে করে দিতেই ৩৭ বছর বয়সী তারকা বললেন, ‘এটা জেনে ভালো লাগছে যে ভিনিসিয়ুস আমার প্রশংসা করেছে। অভিনন্দন জানিয়েছে। সে দারুণ একজন ফুটবলার। একজন ভালো মানুষও। বিশ্বকাপে দারুণ খেলছে। তাকে আটকানো আমাদের জন্য কঠিন হবে।’