ব্যয় সাশ্রয়ের চলমান পদক্ষেপের অংশ হিসেবে ব্যাংকগুলোকে অনলাইনে সভা ও বৈঠক আয়োজনের তাগাদা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার এ সংক্রান্ত এক সার্কুলারে সভার গুরুত্ব বিবেচনায় যেগুলোতে শারীরিক উপস্থিতির প্রয়োজন নেই সেগুলো ‘হাইব্রিড পদ্ধতিতে’ করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে খরচ কমানো এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের দিকে নজর দিতে বলা হয়েছে। সার্কুলারটি বলছে, ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্লাটফর্মে আয়োজন করা যায় এমন সভাসমূহ হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার পরামর্শ প্রদান করা হল। এর আগে কোভিড মহামারীর সময়ে অনলাইনে পর্ষদ সভাসহ বার্ষিক সাধারণ সভার (এজিএম) মতো গুরুত্বপূর্ণ সভা আয়োজনের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এখনও অনেক ব্যাংক খরচ ও শ্রম কমিয়ে আনতে এজিএম আয়োজন করছে অনলাইন ও হাইব্রিড মোডে। খবর বিডিনিউজের।
সামপ্রতিক সময় করোনাভাইরাস সংক্রমণ কমে যাওয়ায় ব্যবসা উন্নয়ন শীর্ষক ও শাখা ব্যবস্থাপক সম্মেলনের মতো অনেক কর্মীসভা ঢাকা ও ঢাকার বাইরে পাঁচ তারকা হোটেলগুলোতে করছে অনেক ব্যাংক। অনেকক্ষেত্রে এসব সভা তিন থেকে পাঁচ দিনের মতো সময় নিয়েও চলছে। বিশাল এ ব্যয় যোগান দেওয়া হচ্ছে ব্যাংকের তহবিল থেকে। কৃচ্ছ সাধনের নিদের্শনার মধ্যেই চলছে বিশাল ব্যয়ের এসব আয়োজন। এমন প্রেক্ষাপটে বেশি সংখ্যক উপস্থিতির সভা ‘হাইব্রিড পদ্ধতিতে’ করতে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এর আগে ইউক্রেইন–রাশিয়া যুদ্ধ ও নানা কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। এতে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় গত জুলাইতে ব্যয় সাশ্রয়ে সব ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি খরচ এক বছরে ২০ শতাংশ কমিয়ে আনতে নিদের্শনা দিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনার আলোকে চলতি বছরের জানুয়ারি–জুন সময়ের ব্যয় বার্ষিক খরচের তুলনায় ১০ শতাংশ কমিয়ে আনার কথা।