শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে গতকাল রোববার বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মহানগরের সার্বিক তত্ত্বাবধানে শারদ উপহার বিতরণ করা হয়েছে। নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ–সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মহানগরের সদস্য সচিব বাপ্পি দে’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, পলাশ চৌধুরী, জেবিএস আনন্দ ভোধি ভিক্ষু, রয়েল কুমার পাল, এন এম নাজিম উদ্দিন, সুব্রত আইস, দীপক চৌধুরী কালু, অরূপ দাশ, রিপন শর্মা, রনি দাশ,দোলন কুমার বণিক, অনিতা দাশ, ববি মজুমদার, আকাশ চন্দ্র রায়, বিপ্লব কুমার দাশ, সঞ্জয় আচার্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।