ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সন্তান ব্যারিস্টার এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ। গত ২৮ আগস্ট সরকার তাঁকে এই নিয়োগ প্রদান করে। ব্যারিস্টার এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ রাউজানের উরকিরচর গ্রামের এস এম কামাল উদ্দিনের পুত্র। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করে লন্ডনের লিঙ্কনস ইন থেকে ‘বার অ্যাট ল’ ডিগ্রি লাভ করেন। প্রেস বিজ্ঞপ্তি।