ব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকাল

আজাদী প্রতিবেন | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আইন কলেজের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আমিনুল হক গতকাল বুধবার সকালে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৪ কন্যা, এক পুত্র ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুর ২টায় লালখান বাজার হাইলেভেল রোডের নিজ বাসার সামনে প্রথম জানাজা এবং আছরের নামাজের পর গরীবুল্লাহ শাহ মাজার মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, অ্যাডভোকেট এএম জিয়া হাবীব আহসান মরহুমের জামাতা।

ব্যারিস্টার আমিনুল হকের গ্রামের বাড়ি পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামে। চাক্তাইয়ের তৎকালীন ন্যাশনাল স্টোর ও মেসার্স বাগদাদ রাইস মিলের স্বত্বাধিকারী মরহুম হাফেজুর রহমানের দ্বিতীয় সন্তান। ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- চট্টগ্রাম বার এসোসিয়েশনের সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ হিউম্যান রাইটস্‌ ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান, চট্টগ্রাম চ্যাপ্টারের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শরীফ উদ্দিন, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট এএইচএম জসীম উদ্দিন, অ্যাডভোকেট জান্নাতুন নাঈম রুমানা, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট প্রদীপ আইচ দীপু, অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ, অ্যাডভোকেট মো. হাসান আলী, অ্যাডভোকেট মো. বদরুল হাসান, অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন আরমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমো. আবদুল মালেক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অপহৃত শিশু নরসিংদী থেকে উদ্ধার