ব্যাপক আয়োজন উৎসাহ-উদ্দীপনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। স্বাধীনতা দিবসে চট্টগ্রামের ২৮৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। এ সময় তাদের উত্তরীয়, প্রাইজ বন্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
২৬ মার্চ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে যে ত্যাগ স্বীকার করেছিলেন তার বিনিময়ে এসব সম্মাননা কিছুই নয়। কিছু পাওয়ার জন্য তারা এ যুদ্ধে অংশ নেননি। বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে এবিএম আজাদ বলেন, আপনাদের একটি লক্ষ্য ছিল, কীভাবে দেশ মাতৃকাকে স্বাধীন করা যায়। আপনাদের এই দৃঢ় মনোবলই আমাদের চূড়ান্ত স্বাধীনতা এনে দিয়েছে।
তিনি আরো বলেন, পাক হানাদার বাহিনী আমাদের দীর্ঘ ২৩ বছর নিপীড়ন করেছে, বঞ্চিত করেছে। সেই বঞ্চনা থেকে মুক্তির জন্য আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকে আমাদের সন্তানরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে একটা পরিস্থিতি, এটি স্বাধীনতার আগে হয়নি। তখন ভাবতে হত আমাদের সন্তান বোধহয় সঠিক মানুষ হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. সাহাব উদ্দিন, মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ প্রমুখ।
মহানগর আওয়ামী লীগ : ২৬ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে মহানগর আওয়ামী লীগ। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, উপদেষ্টাম-লীর সদস্য শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমেদ, আবু তাহের, আবদুল আহাদ, সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমেদ, দেলোয়ার হোসেন খোকা, রেজাউল করিম কায়সার, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : ২৬ মার্চ সকালে আলোচনা সভার আয়োজন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এতে সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর অমূল্য ভাষণের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে আপোস করেননি।
সভায় আরো বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবু জাফর, জহির উদ্দিন, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, চেয়ারম্যান নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, এ কে আজাদ, নাছির উদ্দিন, আবদুল ছবুর, জাহেদুর রহমান সোহেল প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ: ২৬ মার্চ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উত্তর জেলা আওয়ামী লীগ। পরে দোস্ত বিল্ডিং চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পদক শেখ মো. আতাউর রহমান, সহ সভাপতি আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, দেবাশীষ পালিত, নজরুল ইসলাম তালুকদার, মো. জাফর আহমেদ, প্রদীপ চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, ব্যারিস্টার প্রিয়াংকা আহসান, সরোয়ার হাসান জামিল, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, মো. সেলিম উদ্দিন, এস এম গোলাম রব্বানী, রাশেদ খান মেনন, শেখ ফরিদ চৌধুরী, তানভীর হোসেন তপু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহরতালে বাস চালাবে সড়ক পরিবহন মালিক সমিতি
পরবর্তী নিবন্ধসামপ্রদায়িক গোষ্ঠীর তা-বের পৃষ্ঠপোষক বিএনপি : কাদের