ব্যাডমিন্টনে দেবাশীষ বড়ুয়ার ট্রিপল ক্রাউন অর্জন

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া

| বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ব্যাডমিন্টনে দেবাশীষ বড়ুয়া দেবু ট্রিপল ক্রাউন লাভ করেছেন। তিনি স্ত্রী মনিকা বড়ুয়া রাধাকে জুটি করে ব্যাডমিন্টন মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন। রানার আপ হয়েছেন সাইফুল্লাহ চৌধুরী-মাহমুদা ফেরদৌস জুটি।

এর আগে পঞ্চাশোর্ধ্ব এককে দেবাশীষ বড়ুয়া দেবু মোহাম্মদ ফারুককে হারিয়ে এবং এই গ্রুপের দ্বৈত ইভেন্টে মোহাম্মদ ফারুককে সাথে নিয়ে চ্যাম্পিয়ন হন।

পঞ্চাশোর্ধ এককে মোহাম্মদ ফারুক এবং দ্বৈতে মো. নিযাম উদ্দিন-আবু জাফর মোহাম্মদ হায়দার জুটি রানার আপ হয়েছেন।

ব্যাডমিন্টন মাষ্টার্স দ্বৈতে মুহাম্মদ মোরশেদ আলম-নির্মল চন্দ্র দাশ জুটি চ্যাম্পিয়ন এবং সৈয়দ উমর ফারুক-হেলাল উদ্দিন চৌধুরী জুটি রানার আপ হন।

আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার সদস্যদের সহধর্মিনী এবং সন্তানদের খেলা এম এ আজিজ স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হবে।

উক্ত খেলাসমূহে অংশগ্রহণকারীদের উপস্থিত থাকার জন্য প্রেস ক্লাব ক্রীড়া পরিচালনা উপ-কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের টেবিল টেনিস খেলোয়াড়দের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার, ১ম, ২য় ও ৩য় বিভাগ ক্রিকেটে দলবদল কার্যক্রম শুরু