‘ব্যাড বাজ’ দিয়েও কোটির ঘরে তারা

| সোমবার , ৬ জুন, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি গত ঈদে ৫টি নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হন। এগুলো হলো-‘ব্যাচেলরস রমজান’, ‘ফিমেল ২’, ‘ব্যাড বাজ’, ‘দ্য কিডনাপার’ ও ‘হেল্প মি’। এই নাটকগুলোর সবগুলোই বর্তমানে রয়েছে আলোচনায়। নাটকগুলোর দুটি-‘ব্যাচেলরস রজমান’ এবং ‘ফিমেল ২’ আগেই ইউটিউবে কোটি ভিউয়ার ছাড়ায়।

এবার কোটি ভিউয়ার পূর্ণ করলো অমির ঈদের আরেকটি নাটক। যার নাম ‘ব্যাড বাজ’। গত ৭ মে ইউটিউবে ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়। গত শনিবার কোটি ভিউয়ার পূর্ণ করেছে নাটকটি। একমাত্র নির্মাতা হিসেবে অমির ঈদের তিনটি নাটক ছুঁলো কোটি ভিউয়ারের মাইলফলক।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত অমি। বলেন, রিভিউ গ্রুপে নয়, দর্শকদের ভালোবাসায় সিক্ত আমি। এই ঈদে যে পরিমাণ কষ্ট করেছি, দর্শক ভালোবেসে তার প্রতিদান দিচ্ছেন। তার ঈদের জন্য নির্মিত আমার ৩টি নাটক কোটি ভিউয়ার পার করেছে। এ নিয়ে আমার ২৩টি নাটক এই মাইলফলক স্পর্শ করল। ধন্যবাদ আমার সকল দর্শকদের। ‘ব্যাড বাজ’ নাটকে বিশ্ববিদ্যালয়ের ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, সাফা কবির, পারসা ইভানা, মিশু সাব্বির ও সাইদুর রহমান পাভেল। এর শুটিং হয়েছে কাপ্তাই।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির শিক্ষক কর্মকর্তাদের ঈদপুনর্মিলনী
পরবর্তী নিবন্ধলাকী আখান্দের সুরে এলো নতুন গান