দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার হাতছানি সাকিবের সামনে। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না বিশ্ব সেরা এই অল রাউন্ডার। বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু কাপেও সফল হতে পারেননি সাকিব। তাই ভক্ত ও সমর্থকরা অধীর অপেক্ষায় আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বরূপে ফিরবেন সাকিব। কিন্তু এক বছর নিষিদ্ধ থাকার পর মাঠে ফিরেই নিজেকে মেলে ধরতে পারছেন না সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রথম প্রস্তুতি ম্যাচেও ভালো করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। বিকেএসপিতে জাতীয় দলের ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে খেলছে প্রস্তুতি ম্যাচ। যে ম্যাচে বল হাতে ৬ ওভারে ৩১ রান দিয়ে সাকিব উইকেটের দেখা পাননি। পরে ব্যাটিংয়ে নেমে পাননি রানও। ২৩ বলে মাত্র ৯ রান করেন টাইগার অলরাউন্ডার।
তিন নম্বরে ব্যাট করতে নেমে নাইম শেখের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটের শিকার হন সাকিব। কিন্তু নিজের আত্মবিশ্বাসটা এখনো ফিরে পাননি সাকিব। যদিও তিনি বরাবরই বলে আসছেন তার জন্য ফিরে আসাটা কঠিনই হবে।
তারপরও সাকিব বলে কথা। যেকোন সময় নিজের চেনা রূপে ফিরবেন সেটা বলাই যায়। আর বাংলাদেশ দলও আছে সে প্রতীক্ষায়। কারন সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার।