তৃতীয় ওয়ানডেতে এসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। শুরুটা ভাল করেও শেষ পর্যন্ত দুইশ করতে পারলনা বাংলাদেশ দল। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখে পড়ে ১৯২ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস।
অথচ টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালই করেছিল দুই ওপেনার তামিম এবং লিটন। ৪৩ রান করেছিল দুজন মিলে। টানা তৃতীয় ম্যাচে এলবিডবিøউ হয়ে ফিরলেন তামিম। করেন ১১ রান। টানা তিন ম্যাচেই ফজল হক ফারুকীর বলে এলবিডবিøউ হলেন তামিম।
এরপর সাকিবকে নিয়ে ৬১ রান যোগ করেন লিটন। ৩০ রান করে ফিরেন সাকিব। এই জুটি ভাঙ্গার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়তে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইন। একপ্রান্ত আগলে রেখে লিটন লড়াই করে গেলেও অপর প্রান্তে কেউই তাকে সহায়তা দিতে পারেনি।
এক পর্যায়ে নিজের টানা দ্বিতীয় সে ুরির কাছে গিয়ে ফিরতে হয়েছে লিটনকে। আগের ম্যাচে সে ুরি করা লিটন এই ম্যাচে ফিরেছেন ৮৬ রান করে। শেষ দিকে মাহমুদউল্লাহর ২৯ রানের উপর ভর করে ১৯২ রানে থামে বাংলাদেশের ইনিংস। আফগানিস্তানের পক্ষে রশিদ খান নিয়েছেন ৩৭ রানে ৩ উইকেট।