ব্যাটারি রিকশা জব্দ করায় মব সৃষ্টি করে কনস্টেবলকে মারধর

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

নগরের বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করায় মব সৃষ্টি করে এক পুলিশ সদস্যকে মারধর করেছেন রিকশাচালক। এ সময় রিকশাটিও ছিনিয়ে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জব্দ করার পর অটোরিকশাটি সেখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল নজরুল ইসলাম। এ সময় অটোরিকশা চালকদের ৫০৬০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে। তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গাড়িটি ভাঙচুর করে। এক পর্যায়ে তারা নজরুলকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করে। পরে তারা গাড়িটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পতেঙ্গার ট্রাফিক ইন্সপেক্টার মো. সেলিম জানান, উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। মামলা করার নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধলায়ন কামরুন মালেককে প্রবীণ হিতৈষী সংঘের সম্মাননা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা