ব্যাটারি রিকশা চালকদের সাথে তিন ঘণ্টা সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

নগরীর বাহির সিগন্যাল এলাকা ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীতে ব্যাটারিচালিত রিকশা চালকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। প্রায় তিনঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুলিশসহ ১০ জনের মতো আহত হয়েছে। গতকাল দুপুর ১১ টার দিকে নগরীর বাহির সিগন্যাল এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে চলা এ সংঘর্ষ থামে দুপুর ২ টায়। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কয়েকদিন ধরে নগরীতে প্রশাসনের অভিযান চলছে। এরমধ্যে কয়েক হাজার ব্যাটারিচালিত রিকশা জব্দও করা হয়েছে। এর বিরুদ্ধে প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করলে ব্যাটারিচালিত রিকশা চালকদের সাথে পুলিশের সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্যাটারিচালতি রিকশার বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানের প্রতিবাদে গতকাল সকালে সিঅ্যান্ডবি বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয় চালকরা। এরপর বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন। পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরে যেতে বলেন এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় ব্যাটারিচালিত রিকশা চালকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রায় তিন ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এক নাগাড়ে না হয়ে এ সংঘর্ষ থেমে থেমে হয়েছে। সংঘর্ষের সময় পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলোতে জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চলছে। এর প্রতিবাদে চালকরা একজোট হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। পুলিশ সড়ক থেকে তাদের তুলে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আমাদের অন্তত চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। গতকালের এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে কয়েক হাজার ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে পুলিশ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ব্যাটারিচালিত রিকশার চার্জিং গ্যারেজে অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকটি গ্যারেজে থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানাও করা হয়েছে। বেশ কয়েকটি চার্জিং স্টেশন বন্ধ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ব্যবস্থার অপব্যহার রোধে চার্জিং গ্যারেজে এ অভিযান বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীকে বালিশচাপায় হত্যা : স্বামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাচারের টাকায় দুবাইয়ে সম্পত্তি : ৭৮ ব্যক্তির তথ্য তলব