কতদিন দেখি না তোমায়;
ছুই না তোমার হাত;
কতদিন জমাট অভিমানে,
কথারা হয়েছে নির্বাক।
কতদিন রাত বিষণ্ন বিবর্ণ;
মিষ্টি রোদে জাগেনি প্রভাত;
কতদিন একাকী তপ্ত দুপুর,
জাগায় নি হৃদয়ে উত্তাপ।
কতদিন প্রেম আলিঙ্গনহীন;
ভালোবাসাবাসি নিশ্চুপ;
কতদিন মন তোমার অপেক্ষায়,
চাইছে তোমাকে খুব।