ব্যাংকে যাচ্ছিলেন, হঠাৎ লুটিয়ে পড়ে মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

হাটহাজারী বাজারে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. শহিদ প্রকাশ শহিদ ড্রাইভার (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে হাটহাজারী বাজারের কাচারি সড়কের পাশে স্বরুপা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এ ঘটনা ঘটে। নিহত শহিদ মির্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চারিয়া মুরাদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র। হাটহাজারী থানার উপপরিদর্শক নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১০টার দিকে পৌরসভার কাচারি সড়কের পাশে ওই দোকানটির সামনে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শহিদ। এতে ঘটনাস্থলেই প্রান হারান তিনি। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে মাটিতে শুইয়ে দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিবারের লোকজন এসে বেলা সাড়ে এগারটার দিকে নিহতের লাশ বাড়িতে নিয়ে যান।

নিহতের ভাগিনা রাশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহিদ মামার বাড়ি চারিয়া মুরাদপুর গ্রামে হলেও তিনি থাকতেন হাটহাজারী পৌর সদর বাস স্টেশনের পশ্চিমে সুজা নগর ঈদগাহ এলাকার নতুন বাড়িতে। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। এছাড়াও চুক্তিতে সিএনজির ডকুমেন্টসের কাজও করতেন। আজও (গতকাল) তিনি ব্যাংকে লাইসেন্সের টাকা পে অর্ডার করতে গিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসিএনজির পেছনে লরির ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে ৫ ডাকাত গ্রেপ্তার