ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের মিলনমেলা নগরীর কিং অব চিটাগাংয়ে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনস্থ ক্লাব কলেজিয়েটস হলে অনুষ্ঠিত হয়। ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ রোশাঙ্গীর এতে সভাপতিত্ব করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এবং ফ্যামিলি গেট টুগেদারের আহ্বায়ক কায়েস চৌধুরী। তিনি এই ফ্যামিলি গেট টুগেদারকে কেন্দ্র করে ব্যাংকার্স ক্লাবের কার্যক্রম ও এর ধারাবাহিক কর্মসূচির বর্ণনা দেন। ব্যাংকার্স ফ্যামিলি গেট টুগেদার আজ বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। যেখানে প্রায় ১৬ শ’ ব্যাংকার পরিবার অংশ নিবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন। সংবাদ সম্মেলনে ব্যাংকার্স ক্লাব চট্টগ্রামের নির্বাহী সদস্য ব্যাংকার কিশলয় সেন, মো. রিয়াজউদ্দিন, শাহজাহান হায়দার, নাসরিন নাহার, ইরাম পাশা, জাহিদুল ইসলাম, জাহিদ হোসেন, এস এম ওয়াহিদ সাদেক পারভেজ, মো. ইশরাক কবির, ফারুক টিটো, নাসির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. তৌফিকুল ইসলাম বাবু। প্রেস বিজ্ঞপ্তি।