ব্যাংকার্স ক্লাব চট্টগ্রাম আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্ট গতকাল সিরাজ ফোর এইচ স্পোর্টস কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের প্রথম দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় ব্যাংক এশিয়া ১৪ রানে শাহজালাল ইসলামী ব্যাংকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা ব্যাংক এশিয়া র্নিধারিত ১০ ওভারে ২ উইকেটে ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাব্বির ৩৭ বলে করে ৬৫ রান। জবাবে ব্যাট করতে নামা শাহজালাল ইসলামী ব্যাংক নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে হুমায়ুন ১৬, আসিফ ১৩ এবং রাইসুল করে ১২ রান। ব্যাংক এশিয়ার পক্ষে ২টি উইকেট নিয়েছে সুমন। বিজয়ী দলের সাব্বির ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।
দিনের দ্বিতীয় ম্যাচে গ্লোবাল ইসলামী ব্যাংক ৯ উইকেটে সাউথইস্ট ব্যাংকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা সাউথইস্ট ব্যাংক নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে নোমান ২৯, আশিক ১৭ এবং আরাফাত করে ১৪ রান। জবাবে ব্যাট করতে নামা গ্লোবাল ইসলামী ব্যাংক ৬.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে শান্ত ২৫, আরিফ ২২ এবং মনসুর করেন ১১ রান। বিজয়ী দলের শান্ত ম্যাচ সেরা নির্বাচিত হন। দিনের শেষ ম্যাচে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৬৭ রানের বিরাট ব্যবধানে ব্র্যাক ব্যাংককে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলেল পক্ষে ৩২ রান করে আসে সাকলাইন এবং সাফায়াতের ব্যাট থেকে। ১১ রান করেন রিয়াদ, ১০ রান করেন সাদ্দাম। ব্র্যাক ব্যাংকের কামাল জুনিয়র নিয়েছেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নামা ব্র্যাক ব্যাংক নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হাসনাত ১৪ রান করেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষে ১২ রানে ৩টি উইকেট নিয়েছেণ রাসেল। ২টি উইকেট নিয়েছেন সাইফুল। বিজয়ী দলের রাসেল ম্যাচ সেরা নির্বাচিত হন।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ রোশাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি মোক্তার আহম্মদ, সহ সভাপতি কায়েস চৌধুরী, ক্লাবের যুগ্ম সম্পাদক রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক এটিএম কামরুদ্দিন তাহের, সহকারী ট্রেজারার বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ সোহেল, নির্বাহী সদস্য শাহজাহান হায়দার, ইকরাম পাশা, আবু নোমান, ওসমান মোহাম্মদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক এবং ব্যাংকার্স ক্লাবের স্পোর্টস সেক্রেটারী মো: তৌফিকুল ইসলাম বাবু ।