ব্যাংকার সাইফুদ্দিন খালেদ খসরুর দাফন সম্পন্ন

‘আমরা একুশে’র শোক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চবি ২১ তম ব্যাচের শিক্ষার্থী ব্যাংকার আহম্মেদ সাইফুদ্দিন খালেদ খসরুর নামাজে জানাযা গতকাল মঙ্গলবার বাদে জোহর কাতালগঞ্জ বড় মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২১ তম ব্যাচ ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র আহমেদ সাইফুদ্দিন খালেদ খসরুর অকাল প্রয়াণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একুশ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘আমরা একুশ’ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ব্যক্তি জীবনে সফল ব্যাংকার, ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা এবং পরবর্তীতে চট্টগ্রামের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব আহমেদ সাইফুদ্দিন খালেদ খসরুর অকাল প্রয়াণে ‘আমরা একুশ’ এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ জহির এক বিবৃতিতে সংগঠনের সর্বস্তরের সদস্যদের পক্ষ থেকে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ঋণগ্রস্ত নারীর ঝুলন্ত মরদেহ
পরবর্তী নিবন্ধ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা