চট্টগ্রাম কাস্টম হাউস গতকাল সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকলেও সেবাগ্রহীতাদের উপস্থিতি ছিল কম। স্বাভাবিক দিনগুলোতে আমদানি পণ্যের শুল্কায়নে ২ থেকে আড়াই হাজার বিল অব এন্ট্রি দাখিল হলেও গতকাল দাখিল হয়েছে মাত্র ৪৬৫টি। তবে ব্যাংক বন্ধ থাকায় শুল্ক পরিশোধ করতে পারেননি ব্যবসায়ীরা। কাস্টমস কর্তৃপক্ষ কেবল নথিপত্রের কাজ সেরে রেখেছে। আজ রোববার শুল্ক পরিশোধ শেষে পণ্য খালাস নিবে বলছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি রিগ্যান বলেন, ব্যাংক বন্ধ থাকার কারণে আজ (গতকাল) বিল অব এন্ট্রি দাখিল করেও শুল্ক পরিশোধ করা যায়নি। তবে এটি ঠিক কাস্টমসের কাজটি এগিয়ে গেছে। এখন শুল্ক পরিশোধ করে পণ্য খালাস করতে পারবে।
উল্লেখ্য, আমদানি রপ্তানিকারকদের সুবিধার্থে শনিবার ছুটির দিনেও চট্টগ্রাম কাস্টমস হাউস খোলা থাকার কথা উপকমিশনার ইমাম গাজ্জালী স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়।