ব্যাংক কর্মকর্তার ২৯ বছরের কারাদণ্ড ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা

গ্রাহকের টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদনআজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

গ্রাহকের দেড় কোটি টাকা আত্মসাতের দায়ে দুদকের দায়ের করা মামলায় ইস্টার্ণ ব্যাংক ও আর নিজাম রোড শাখার সাবেক ব্যবস্থাপক ইফতেখারুল কবিরকে ২৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই রায়ে তার সহযোগী জাকের হোসেনকে আট বছর এবং আবদুল মাবুদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন। এ সময় তিন আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

দুদক পিপি মুজিবুর রহমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায ঘোষণা করেছেন। আদালসূত্র জানায়, ২০১৯ সালের ৩ অক্টোবর দুদক চট্টগ্রামের তৎকালীন উপসহকারী পরিচালক ফখরুল ইসলাম এই তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজহারে বলা হয়, ২০১৬ থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড ও আর নিজাম রোড শাখার ব্যবস্থাপক ইফতেখারুল কবির এক গ্রাহকের ১ কোটি ৫৯ লাখ ১ হাজার টাকা আত্মসাৎ করেন। এতে সহযোগিতা করেন জাকের হোসেন ও আবদুল মাবুদ নামের দুই ব্যক্তি। মামলাটি তদন্তও করেন বাদী। একপর্যায়ে তিনি তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। সেই চার্জশিটে বলা হয়, স্থায়ী আমানত হিসেবে টাকাগুলো রাখার আবেদন ছিল ভূক্তভোগীর। কিন্তু আসামিরা কৌশলে তার কাছ থেকে টাকা সরিয়ে নেওয়ার সই নিয়ে নেন। সহযোগিতায় থাকা দুই ব্যক্তির হিসাবে পরে টাকাগুলো হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধঅবসরপ্রাপ্ত কর্মকর্তা হলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার