ব্যস্ত সড়কে উটপাখি

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

পাকিস্তানের লাহোরে ক্যানাল রোডে হঠাৎ ছুটতে দেখা যায় বিশালাকার উটপাখিকে। উটপাখি দুটি কোত্থেকে সড়কে এল, সে বিষয়ে নিশ্চিত করে এখনও জানা যায়নি। তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, লাহোরের কারও বাড়িতে পোষা ছিল এই উটপাখি দুটি। কোনোভাবে তারা ছাড়া পেয়ে রাস্তায় ছোটাছুটি শুরু করে। খবর বাংলানিউজের।
অবাক করার মতো বিষয় হলো, এতেও যেন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হয়নি লাহোরবাসীর। ক্যানাল রোডে উটপাখির পাশ দিয়েই দিব্যি চলতে দেখা গেল গাড়ি, বাস, মোটরসাইকেল। উটপাখি ধরার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন। এর মধ্যে একজন উটপাখির গলা চেপে ধরে তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু দম বন্ধ হয়ে মৃত্যু হয় পাখিটির। আরেকটির খোঁজ পাওয়া যায়নি। পাকিস্তানে উটপাখি বিরল নয়। অনেকের বাড়িতে দেখা যায় উটপাখি। ব্যবসায়িকভাবে খামারেও পোষা হয়। এর মূল কারণ হলো উটপাখির মাংস। বিশেষ উৎসবে উটপাখির মাংসের দাম বেড়ে যায়। সেখানকার হালিমেও ব্যবহার করা হয় উটপাখির মাংস।

পূর্ববর্তী নিবন্ধশিরোপার আরো কাছে গেল ব্রাদার্স ইউনিয়ন
পরবর্তী নিবন্ধমার্কিন শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদনের সুপারিশ