ব্যস্ত সড়কে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৬:৪৫ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার ডুমুরিয়া এলাকায় কলিম উল্যাহ (২৩) নামের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। গত শুক্রবার রাত ১০টায় উপজেলার চাতরি ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শাহী দরবার মাদ্রাসা সংলগ্ন ব্যস্ততম সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী রুদুরা গ্রামের মৌলভী মো. মোজাম্মেল হকের পুত্র। বর্তমানে তিনি আনোয়ারা উপজেলা স্থাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন আছেন।

আহত ব্যবসায়ী কলিম উল্যাহ (২৩) জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে জয়কালী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। ডুমুরিয়া শাহী দরবার মাদ্রাসা সংলগ্ন সড়কে পৌঁছার পর তিন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পথ আটকায়। কোনো কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আমার সঙ্গে থাকা দেড় লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাওলানা মঈনুদ্দীন হেলাল জানান, টেঙিযোগে বাড়ি ফেরার পথে তিনি ব্যবসায়ী কলিম উল্যাহকে পড়ে থাকতে দেখেন। এর একটু আগেই তিন ছিনতাইকারী মোটরসাইকেলে পালিয়ে যায়। রাস্তায় অন্ধকার থাকায় ছিনতাইকারীরা এখানে ওঁত পেতে থেকে এই ঘটনা ঘটিয়েছে। তিনি সোলার বাতির মাধ্যমে ব্যস্ততম এই সড়কে আলোর ব্যবস্থা করার দাবি জানান।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে আনোয়ারার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এমন কোনো দিন নেই কোনো না কোনো ইউনিয়নে ছুরিছিনতাই হচ্ছে না, মারামারি হচ্ছে না।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল মাহমুদ জানান, ছিনতাইয়ের খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বন্ধুর মৃত্যুর খবর শুনে আরেকজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধহত্যা চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার