ব্যস্ত সড়কে ছিড়ে পড়ল বিদ্যুতের তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৪:১৯ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি এলাকার আলমাস সিনেমা হলের সামনের ব্যস্ত সড়কে হঠাৎ বিদ্যুতের তার ছিড়ে পড়ার ঘটনা ঘটেছে। হাই ভোল্টের বিদ্যুতের তারটি ছিড়ে পড়লেও এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে তার পুনরায় জোড়া লাগানো পর্যন্ত ওই সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

একটি কাভার্ড ভ্যান যাওয়ার সময় তারে লাগলে তারটি ছিড়ে পড়ে যায় বলে জানিয়েছেন পিডিবি চট্টগ্রামের স্টেডিয়াম সাবস্টেশনের সহকারী প্রকৌশলী মো. মামুন। লাইনটি ড্যাড (অকার্যকর) জানিয়ে সহকারী প্রকৌশলী বলেন, ওই লাইনটি ড্যাড লাইন। ছিড়ে পড়ার খবর পেয়ে আমাদের কর্মীরা গিয়ে সেটি জোড়া লাগিয়েছেন। এ ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে জানান পিডিবির এই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই নয়ন চৌধুরী জানান, তিনি এ ধরনের কোনো ঘটনার খবর পাননি। খবর পেলে জানাবেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে যোগ দেবেন ৬ হাজার নেতাকর্মী