জাপানের পরবর্তী প্রজন্মের একটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। রকেটে জ্বালানি প্রজ্জ্বলন সংক্রান্ত সমস্যার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার দেশটির মহাকাশ সংস্থা এ কথা জানিয়েছে। খবর: আল জাজিরা । খবর বাংলানিউজের।
২০০৩ সালের পর এটি ছিল দেশটির প্রথম ব্যর্থ রকেট উৎক্ষেপণ। এইচ–৩ নামের এ রকেট জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে সকাল ১০টার দিকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) এইচ–২এ মডেলের উত্তরসূরি। যা ২০০১ সালে প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল। জেএএক্সএ মুখপাত্র নেবুয়োশি ফুজিমোটো বলেন, এটা প্রতীয়মান হয় যে আমরা তরল পদার্থ চালিত প্রধান ইঞ্জিনগুলো সফলভাবে জ্বালানোর পর কঠিন পদার্থ চালিত দুটি রকেট বুস্টার জ্বালাতে ব্যর্থ হয়েছি। তিনি বলেন, সংস্থাটি এ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার কারণ তদন্ত করবে এবং তারা উৎক্ষেপণের তারিখ পুনঃনির্ধারণ করবে।