অব্যবহৃত ও ব্যয়বহুল বিলাসী যানবাহন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান সরকার। এই সিদ্ধান্তের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের ২১টি গাড়ি নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। অনুরা কুমারার নেতৃত্বাধীন সরকার মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে ব্যয় কমবে ও সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। লঙ্কান প্রেসিডেন্টর অতিরিক্ত সচিব (পরিবহন) মাহেশ হেওয়াভিথারানা জানিয়েছেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মূল্যায়ন বোর্ড কোন যানবাহন বিক্রি করা হবে তা নির্ধারণ করছে। জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে, বিলাসবহুল ও উচ্চক্ষমতাসম্পন্ন যানবাহন, যা বিভিন্ন মন্ত্রণালয়, প্রাদেশিক কাউন্সিল, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বিশ্ববিদ্যালয় ও ব্যাংকের জন্য আর্থিক বোঝা হয়ে উঠেছে, তা দ্রুত বিক্রি করা হবে। এরপর অর্থ মন্ত্রণালয়ের কন্ট্রোলার জেনারেলের দপ্তর ১৮ ডিসেম্বর একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে তাদের বিলাসবহুল যানবাহন বিক্রির তথ্য ১ মার্চের মধ্যে কন্ট্রোলার জেনারেলের দপ্তরে জমা দিতে হবে।