রাজধানীর নিউমার্কেট এলাকায় গতকাল গভীর রাতে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাত ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশকে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা গেছে।
বিডিনিউজ জানায়: নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান রাত ১টার দিকে বলেন, ‘সংঘর্ষ চলছে। আমরা টিয়ার গ্যাস ছুড়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’ সংঘর্ষের কারণে ওই সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। কী নিয়ে সংঘর্ষ বেঁধেছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ কর্মকর্তারা। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, নিউ মার্কেটে পোশাক কিনতে গিয়ে তর্কাতর্কির জেরে দোকানকর্মীদের মারধরের শিকার হন তিন ছাত্র। তা থেকে সংঘর্ষের সূত্রপাত।
বাংলানিউজ জানায়, নিউ সুপার মার্কেট (দক্ষিণ) বণিক মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ বলেন, ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের মারামারি হয়েছে। আমাদের ব্যবসায়ীদের অনেকে আহত হয়েছেন।












