বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের আলোচিত আমদানিকারক ব্যবসায়ী মেসার্স ইয়াসির এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. মোজাহের হোসেনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হক। মামলায় মোজাহের হোসেনের স্ত্রী জেবুন্নেছাকেও আসামি করা হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী ও ব্যাংকের প্রায় হাজার কোটি টাকা মেরে দিয়ে পরিবারসহ বিদেশে পালিয়ে যান ব্যবসায়ী মোজাহের হোসেন। তিনি বর্তমানে কানাডায় বসবাস করছেন বলে জানা গেছে। ইতোমধ্যে চট্টগ্রামের অর্থঋণ আদালতসহ কয়েকটি আদালতে ব্যবসায়ী মোজাহের হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
দুদক সূত্রে জানা যায়, প্রিমিয়ার ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করে সর্বশেষ গাঢাকা দিয়ে ঋণের সুদাসলে ৩০ কোটি ১৭ লক্ষ ৮১ হাজার ৬১৯ টাকা আত্মসাৎ করেন মোজাহের হোসেন। বার বার তাগাদা দিয়েও ঋণের টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়ে দুদকের শরণাপন্ন হয় ব্যাংক কর্তৃপক্ষ। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক কমিশনের অনুমোদন নিয়ে গতকাল তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় দন্ডবিধির ৪২০, ৪০৯, ১০৯ ধারায় অভিযোগ করা হয়। মামলার বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হক।