যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকার শেষ বছর, ২০২০ সালে ডনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন বিস্তৃত ব্যবসায় ক্ষতির কথা জানিয়ে কোনো আয়কর দেননি বলে মার্কিন কংগ্রেসের এক প্যানেলের প্রকাশ করা তথ্যে জানা গেছে। কয়েক বছরের আইনি লড়াই শেষে কংগ্রেসের ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের ওয়েস অ্যান্ড মিনস কমিটি মঙ্গলবার যেসব নথি প্রকাশ করেছে, তাতে হোয়াইট হাউসের চার বছরে ট্রাম্পের আয় এবং করের পরিমাণে ব্যাপক ওঠানামাও দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এসব নথি সফল ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে গড়ে তোলা ট্রাম্পের ভাবমূর্তিকে ধসিয়ে দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে, এমন এক সময়ে নথিগুলো প্রকাশ হল, যখন ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে যেতে লড়াই শুরু করে দিয়েছেন। খবর বিডিনিউজের।
ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ২০১৭ থেকে ২০২০ সাল, এই চার বছরের মধ্যে তিন বছর আয়কর দিয়েছেন বলে নথিগুলোতে দেখা যাচ্ছে। তবে এই দম্পতি ২০১৫ থেকে বেশ কয়েক বছরই ব্যবসায় ক্ষতি দেখিয়ে ও কর ছাড় নিয়ে তাদের মোট করের পরিমাণ তুলনামূলক কম রাখতে সক্ষম হয়েছেন।
এর মধ্যে ৯১ কোটি ৬০ লাখ ডলারের একটি কর ছাড়সহ একাধিক ছাড় নিয়ে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের ওয়েস অ্যান্ড মিনস কমিটি প্রশ্নও তুলেছে। কমিটি কয়েক দিনের ভেতরেই ট্রাম্পের পুরো আয়কর রিটার্নের সম্পাদিত সংস্করণ প্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে।