ব্যবসায়ীদের ২০ জানুয়ারির মধ্যে সদস্যপদ গ্রহণের আহ্বান

চট্টগ্রাম চেম্বারের আসন্ন নির্বাচন

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ৯:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেম্বারের আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচনে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের ব্যবসায়ীদের সদস্যপদ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নতুন সদস্য পদের আবেদন যথাযথভাবে যাচাইবাছাই করে হালনাগাদ ও অন্তর্ভুক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে যুগ্ম সচিব নুরুল আবসার চৌধুরী জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচনের অন্তত ৯০ দিন পূর্বে একটি নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হবে এবং নির্বাচনের ৮০ দিন পূর্বে নির্বাচন বোর্ড কর্তৃক নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। বাণিজ্য সংগঠনের সংঘবিধি ও সংঘ স্মারকের শর্তানুযায়ী নির্বাচন তারিখের ১২০ দিন পূর্বে অন্তর্ভুক্ত নতুন সদস্যগণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এ লক্ষ্যে নির্বাচনে অংশ্রগহণ করতে আগ্রহী ব্যবসায়ীদেরকে আগামী ২০ জানুয়ারির মধ্যে চট্টগ্রাম চেম্বারের সদস্যপদ গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে বলা হয়েছে যে, চেম্বারের নিয়মিত সদস্য অন্তর্ভুক্তিকরণ কার্যক্রম চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান বাংলাদেশের
পরবর্তী নিবন্ধবিডিআর বিদ্রোহ মামলা, পুড়ে গেছে এজলাস