নগরীর মুরাদপুর সিরাজ শপিং কমপ্লেক্স মোটর পার্টস মার্কেটে সৈয়দ অটোসে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। গত সোমবার সকাল ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মার্কেটের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. সালামত আলী। সিরাজ শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. মবিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি চট্টগ্রামের সভাপতি সৈয়দ ওমর ফারুক, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ, মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহাগ, দোকান মালিক সমিতির সিনিয়র সহ–সভাপতি আহমদ রশিদ আমু, সহ– সভাপতি হারুনুর রশিদ, মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি চট্টগ্রামের সহ–সভাপতি মোস্তাক আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ইরফানুল কবির বাহাদুর, কার্যকরী কমিটির সদস্য মো, মোরশেদ, দোকান মালিক সমিতির অর্থ সম্পাদক সেলিম নূর।
এছাড়াও বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা আবু সৈয়দ লিটন, মো. জানে আলম, মোজাহের ইসলাম, সালাউদ্দিন জুয়েল, মো. সাজ্জাদ, মো. এমদাদ, ইমতিয়াজ আহমেদ, আশীষ বাবু, মেজবাহউদ্দিন, আব্দুল মান্নান, মো. শহীদ, জিয়াউর রহমান প্রমুখ।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটার দিকে এলাকার সিরাজ শপিং কমপ্লেক্সে ব্যবসায়ীদের উপর সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী নেতৃবৃন্দ গুরুতর আহত হয়। ঘটনাকে কেন্দ্র করে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ীরা।