বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সামশুল আলম গত ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের মেরীল্যান্ড শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার দুই দফা জানাযা শেষে পটিয়ার পশ্চিম পেরোলার গ্রামের বাড়িতে মা–বাবার পাশে দাফন করা হয়েছে। এর আগে তাঁর মরদেহ চট্টগ্রাম বিমান বন্দরে পৌঁছানোর পর নগরীর কাতালগঞ্জ আ/এ রোড নং ২ এর নিজ বাসভবন প্রাঙ্গণে বেলা ২টায় প্রথম জানাযা এবং আছরের নামাজের পর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি চট্টগ্রাম বিপণি বিতান আজমীর স্টোরের মালিক মরহুম সৈয়দ আহমদ মিয়ার দ্বিতীয় পুত্র মরহুম এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সৈয়দ খুরশিদ আলমের মেজ ভাই। তিনি চিটাগাং ক্লাব লিমিটেডের সাবেক নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে চিটাগাং ক্লাবের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম এবং বাংলদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার পক্ষে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।