ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক খালেক পারভেজ বলেছেন,ব্যবসায় স্বচ্ছতা ও প্রতিশ্রুত থাকলে এগিয়ে যাওয়া সম্ভব। তিনি প্রতিষ্ঠানের বার্ষিক বিপণন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গত শনিবার নগরীর ফয়সলেকের সী ওয়ার্ল্ডে আয়োজিত সম্মেলনে সভাপতির বক্তব্যে উপ–ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেছেন, ডায়মন্ড সিমেন্ট সবসময় উৎপাদনে গুণগত মান ধরে রেখেছে। তাই দিনে দিনে ভোক্তাদের আস্থা বাড়ছে। মানের প্রশ্নে ডায়মন্ড সিমেন্ট কোনো ছাড় দেয় না বলেও মন্তব্য করেন তিনি। প্রতিষ্ঠানের জিএম (সেলস) আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, পরিচালক (ফিন্যান্স) এবিএম কামাল উদ্দিন, পরিচালক (অপারেশন) গোলাম মোস্তফা চৌধুরী, জিএম (একাউন্টস এন্ড ফিন্যান্স) মনির হোসেন, জিএম (সেলস) আরিফুল ইসলাম, এজিএম (সেলস) কামরুজ্জামান, এজিএম ( সেলস) মকবুল খন্দকার, এজিএম (কর্পোরেট) দীপ্তিমান দাশ। সম্মেলনে মার্কেটিং উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চবি মার্কেটিং বিভাগের প্রফেসর মো. জাভেদ হোসেন এবং টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মো. মোফাচ্ছেল হক।এছাড়াও ডায়মন্ড সিমেন্টের প্রোডাক্ট পরিচিতি তুলে ধরেন সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিসেস) ইশতিয়াক রায়হান মাহমুদ।এসময় উপস্থিত ছিলেন সোহেল তালুকদার, আব্দুল হান্নান, মোস্তাফিজুর রহমান, সাজ্জাদুল আনিস চৌধুরী, হারুনুর রশীদ, এমএ মোতালেব, ফজলুল কাদের, ইফতেখার আহমেদ, মো. আমান উল্লাহ চৌধুরী, মোশারফ হোসেনসহ ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ঊর্ধতন কর্মকর্তারা। শেষে ২০২৪ এর বর্ষসেরা বিক্রয় ও বিপণন পারফরমারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।