ব্যক্তিত্ব, বুদ্ধি, চালাকি

নাজনীন লাকী | সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

ব্যক্তিত্বের সংজ্ঞায় যদি বলি এটা একেকজনের কাছে একেক রকম। কেউ মনে করে যার টাকা বেশি সেই ব্যক্তিত্ববান হয়। কারও কাছে অনেক জ্ঞানী মানুষই ব্যক্তিত্বের অধিকারী। কেউ বলে ছোটদের আবার ব্যক্তিত্ব কী? কিন্তু ব্যক্তিত্বের কোনো স্থান, কাল, পাত্র নেই। অনেক শিক্ষিত মানুষও কখনো কখনো কোথাও না কোথাও ব্যক্তিত্বহীন কাজ করেই ফেলে। আবার একজন ভিখারি ও ব্যক্তিত্বের পরিচয় দেয়। একজন মানুষের ব্যক্তিত্ব সময়ে, স্থানে, প্রয়োজনে ভিন্নতা রূপ লাভ করে। এজন্য কখনো বলা যাবে না অমুকের ব্যক্তিত্ব নেই কিংবা ও ব্যক্তিত্বহীন। বুদ্ধি আছে কিন্তু চালাক নয়। আবার চালাক কিন্তু বুদ্ধি নেই। কী ভাবছেন? চালাক আর বুদ্ধি একি নয় কেন? কেননা বুদ্ধিও ব্যক্তিত্বের মত সময়ে ভিন্নতা রূপ নেয়। কিন্তু চালাকি করা, চালাক হওয়া এটাও যদি ও সময়ে রূপ নেয় তবুও বুদ্ধিমানেরাই এগিয়ে। কারণ বুদ্ধিমান ব্যক্তিত্বসম্পন্ন মানুষ খারাপ হয়না। কিন্তু চালাক লোক চালাকী করে বোকামির দন্ড ও দিতে পারে যেকোনো সময়। কাজেই চালাক হওয়ার চেয়ে বুদ্ধি থাকায় উত্তম।

পূর্ববর্তী নিবন্ধসুবর্ণজয়ন্তীতে প্রত্যাশা
পরবর্তী নিবন্ধবিবর্ণ পাতারা পড়ে থাকে পায়ের কাছে